যশোর: যশোরে ‘লিগ্যাল কনসালটেশন’ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের আরবপুর এলাকার একটি বেসরকারি উন্নয়ন সংস্থার হল রুমে ঢাকা আহ্ছানিয়া মিশন এ কর্মশালার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের রিজিওনাল ফোকাল পারসন খায়ারুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের সহকারী জজ শাহীন রেজা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হোসেন।
প্রধান আলোচক ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক এবিএম আবু নোমান।
সেখানে বক্তব্য রাখেন- ঢাকা আহ্ছানিয়া মিশনের এমসিএ প্রকল্পের যশোর এলাকা সমন্বয়কারী রফিকুল ইসলাম, এসিটি প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর সৈয়দ মিজানুর ইসলাম, আইনজীবী মোন্তাকিম মোস্তফা, শিশু অর্গানাইজেশনের প্রজেক্ট অফিসার আলামিন নয়র প্রমুখ।
কর্মশালায় আইনজীবী, এনজিও কর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় জানানো হয়, ঢাকা আহ্ছানিয়া মিশন ২০০৮ সাল থেকে এসিটি প্রকল্পের মাধ্যমে ৭৪৫ জন সারভাইভার উদ্ধার করে তাদের পুনর্বাসনের জন্য সব প্রকার কাজ করে চলেছে। এরই অংশ হিসেবে ওইসব ভিকটিমদের আইনি সহায়তা পাওয়ার লক্ষে কর্মশালার আয়োজন করা হয়েছে।