চাঁদপুর-৫ আসনে তৃতীয় বারের মতো নৌকা প্রতীক পেলেন মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম
আমার কণ্ঠ রিপোর্ট
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকা মার্কা তৃতীয় বারের মতো পেয়েছেন মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার ও সংসদস সদস্য এবং হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার উন্নয়ন ও শান্তির প্রতীক মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। ২১ নভেম্বর দলীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে যোগাযোগ করলে তার মেজর রফিকের দলীয় মনোনয়ন পাওয়ার বিষয় নিশ্চিত করে বলেন আগামী একাদশ সংসদ নির্বাচনে মেজর অব. রফিকুল ইসলামকে দলীয় মনোয়ন দেয়া হয়েছে এবং দলের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের ফোনে জানান। এতে আর কোন সন্দেহ নেই। এখন সকলে মিলে নেত্রীকে এ আসন উপহার দিতে হবে। এ বিষয় মেজর অব রফিকুল ইসলাম বীরউত্তম এমপিকে ফোনে জানতে চাইলে তিনি মনোনয়ন পাওয়ার বিষয় নিশ্চিত করেন।