সিলেটে বিএনপির সমাবেশের দিন আ. লীগের ‘শান্তি সমাবেশ’
সিলেটে বিএনপির সমাবেশের দিন আ. লীগের ‘শান্তি সমাবেশ’
সিলেট অফিস
বিএনপির ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে সিলেটে আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’ শুরু হয়েছে। আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সিলেট নগরের চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনার মঞ্চে এ সমাবেশ শুরু হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাসুক উদ্দিন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের আরেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। এ ছাড়া বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। দলের নেতা-কর্মীদের উপস্থিতিতে এরই মধ্যে সমাবেশস্থল ভরে উঠেছে।
এদিকে ১০ দফা দাবিতে সিলেটের ঐতিহাসিক রেজিস্টারি মাঠে বিভাগীয় সমাবেশ করছে জেলা ও মহানগর বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।