আমার কণ্ঠ রিপোর্ট
হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ওষুধ ব্যবসায়ি, বন্ধু ফার্মেসীর মালিক ও বিশিষ্ট সমাজ সেবক প্রবীন রাজনীতিবিদ জীবন সাহা দেশের উন্নয়নের অবদানে এবং নিয়মিত ব্যবসায়িক কর দীর্ঘ বছর প্রদান করায় সরকারি ভাবে ২০২১-২০২২ অর্থ বছরের জেলার দীর্ঘ মেয়াদি শ্রেষ্ঠ করদাতা হিসেবে মনোনিত করা হয়েছে।
গত ২১ ডিসেম্বর কুমিল্লা টেক্স জোন থেকে এক চিঠির মাধ্যমে তাকে এ তথ্য জানানো হয় এবং ২৮ ডিসেম্বর ট্যাক্স কার্ড ও সম্মাননা ক্রেষ্ট গ্রহণের জন্য বলা হয়। সে হিসেবে জীবন সাহা ২৮ ডিসেম্বর কুমিল্লা কান্দিরপাড় কর ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি কমিশনার, কাস্টমস এক্সইজ ও ভ্যাট কমিশনারেট খালেদ মোহাম্মদ আবু হোসেন এর হাত থেকে ট্যাক্স কার্ড ও সম্মাননা গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম কর কমিশনার, পরিদর্শী রেঞ্জ-৩ কর অঞ্চল কুমিল্লার মিজ্ ফারজানা নাজনীন। এ সময় অন্যান্য শ্রেষ্ঠ করদাতা বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন কর কমিশনার খন্দকার খুরশীদ কামাল।
উল্লেখ্য যে জীবন সাহা হাজীগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও অপরুপা বস্ত্র বিপনী বিতান এর মালিক শ্যামল সাহার বড় ভাই।