বিকৃত মানসিকতার কিছু মানুষ ইসলামের নাম নিয়ে সন্ত্রাস করছে, বোমা মেরে নিরীহ মানুষ হত্যা করছে—এরা প্রকৃতপে ইসলামেরই তি করছে। সারা দুনিয়ায় শান্তির ধর্ম ইসলামকে হেয় প্রতিপন্ন করছে। নানা ধরনের প্ররোচনায় বিভ্রান্ত হয়ে যারা এ পথে পা রাখে, তাদের সুপথে ফিরিয়ে আনতে হবে। জঙ্গিবাদকে ঘৃণা জানাতে হবে। সারা দেশের কয়েক লাখ আলেম-উলামার মহাসম্মেলনে এমনই অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে গত বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববীর ভাইস প্রেসিডেন্ট শায়খ ড. মুহাম্মদ বিন নাসির আল খুজাইম এবং মদিনার মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ ড. আবদুল মহসিন বিন মুহাম্মদ আল কাসিম। আলোচনায় অংশ নেন দেশ-বিদেশের অনেক প্রখ্যাত আলেম। সম্মেলন উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলেমসমাজের প্রতি আহ্বান জানান, কেউ যাতে আমাদের পবিত্র ধর্মের সম্মান ুণ্ন করতে না পারে সে জন্য আপনাদের যথাযথ ভূমিকা রাখতে হবে।
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে যে ২০ জন বিদেশিকে হত্যা করা হয়েছিল, তাঁদের কেউ এ দেশে ব্যবসা করতে এসেছিলেন, কেউ উন্নয়নকাজে অংশ নিতে এসেছিলেন। তাঁদের কী দোষ ছিল? কেন তাঁদের হত্যা করা হলো? শোলাকিয়ায় পুলিশি বাধায় হামলার চেষ্টা পণ্ড না হলে ঈদের নামাজ পড়তে আসা অনেককেই জীবন দিতে হতো। তাদের দোষ কী ছিল? পাকিস্তানের পেশোয়ারে স্কুলে হামলা চালিয়ে দেড় শতাধিক শিশুকে হত্যা করা হলো। এটা কি চরম বর্বরতা নয়? প্রতিনিয়ত মসজিদে বোমা হামলা চালিয়ে মুসল্লিদের হত্যা করা হচ্ছে। মসজিদ-ই-নববীতেও হামলার চেষ্টা করা হয়েছিল। এরা আবার ইসলামের নাম নিয়েই এসব জঘন্য হামলা চালাচ্ছে। ইসলাম কোথায় বলেছে বিধর্মীদের নির্বিচারে হত্যা করো, যা করা হয়েছে ফ্রান্সের রাস্তায়, বেলজিয়ামের বিমানবন্দরে কিংবা আরো অনেক স্থানে। জঙ্গিদের এসব কর্মকাণ্ড ইসলামের ভাবমূর্তিকেই তিগ্রস্ত করছে। সারা দুনিয়ায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা মুসলমানদেরও ক্রমেই বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। সংগত কারণেই মক্কার পবিত্র মসজিদের খতিব মুহাম্মদ বিন নাসির আল খুজাইম বলেছেন, অন্যায়ভাবে যারা এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে, তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। তাদের সঙ্গে পবিত্র ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই। তিনি জঙ্গিবাদের সঙ্গে ইসলামকে জড়িত করার যে বৈশ্বিক প্রবণতা তারও সমালোচনা করেন।