আমার কণ্ঠ রিপোর্ট
বিশিষ্ট আইনজীবী হাজীগন্জ উপজেলার এনায়েতপুরের এডভোকেট আবু মঈন জাকারিয়া এরশাদ গত ০৫ এপ্রিল ২০২১খ্রিঃ তারিখে বেলা ১.৩০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ হতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। তারপর তিনি বিভিন্ন কলেজে শিক্ষকতা করেন। পরবর্তীতে তিনি এলএলবি ডিগ্রি সম্পন্ন করে নিজেকে আইন পেশায় নিয়োজিত করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন । তার কন্যারা হলেন কানিজ ফাতিমা মিতু, মরিয়ম সিতু ও রুকাইয়া ইতু। উল্লেখ্য যে, তার একমাত্র জামাতা কাজী মাহবুবুল আলম মন্ত্রিপরিষদ বিভাগে উপসচিব পদে কর্মরত ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয়ে দায়িত্ব পালন করছেন। জনাব আবু মঈন জাকারিয়া এরশাদের মৃত্যুতে মহামান্য হাইকোর্ট ডিভিশনের মাননীয় বিচারপতি ড. মোঃ জাকির হোসেন শোকবার্তা প্রেরণ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন।