আমার কণ্ঠ রিপোর্ট
আগামী বরিবার(৭ জানুয়ারী ২০২৪) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা প্রতীক পাওয়ার পর জমে উঠেছে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের নির্বাচনী প্রচারণা। এ আসনে এবার লড়াই হবে বাংলাদেশ আ.লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর অব রফিকুল ইসলাম বীরাউত্তম (নৌকা) এবং উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক দ্বাদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গাজী মাঈনুদ্দিন (ঈগল) মধ্যে। নৌকা-ঈগল ছাড়াও আসনটিতে আরও একজন প্রার্থী রয়েছেন সফিকুল আলম ফিরোজ(ট্রাক)। কিš‘ ফিরোজকে চিনেন না এ আসনের অধিকাংশ ভোটারসহ সাধারণ মানুষ। তাই ভোটারদের মধ্যে আলোচনায় এখন নৌকা-ঈগলের লড়াই থাকলেও গণসংযোগের কারণে পিচিয়ে নেই সফিকুল আলম ফিরোজ(ট্রাক) মার্কায় প্রার্থী । ইতি মধ্যে দলের একটি অংশ এবং অন্যান্য দলের কর্মীরাও তার সাথে যুক্ত হয়ে নির্বাচনের কাজ চালিয়ে যা”েছন।
ইতোমধ্যেই হেভিওয়েট দুই প্রার্থী সমর্থকদের নিয়ে সভা-মিছিল করে পাড়া-মহল্লা চষে বেড়া”েছন তারা। সাধারণ ভোটরদের ধারণা, এ দুই প্রার্থীর মধ্যে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে। বর্তমান এমপি মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে প্রচার চালিয়ে যা”েছন। বিভিন্ন এলাকায় সভা ও উঠান বৈঠক করছেন। অপরদিকে উপজেলা সাবেক চেয়ারম্যান ও আ.লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন তার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে প্রচার চালা”েছন। তিনি ঈগল প্রতীক পাওয়ার পর বিশাল মিছিল বের করে (হাজীগঞ্জ-শাহরাস্তি) দুই উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। তবে ব্যক্তি ইমেইজে মেজর অব রফিকুল ইসলাম বীরউত্তম এর গ্রহণ যোগ্যতা বেশি বলে ভোটারা জানান।
আওয়ামী লীগর মনোনীত প্রার্থী মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম বলেন,দেশের মানুষ এখন নৌকা ছাড়া অন্য কোথাও ভোট দিতে চায় না। প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিয়েছেন, জনগণ আমার পাশে আছে, আমি শতভাগ নিশ্চিত আমিই জয়ী হবো ইনশাআল্লাহ। শেখ হাসিনার নির্দেশে অনেক রাস্তাঘাটের উন্নয়ন,শিক্ষা প্রতিষ্ঠানসহ শতশত কোটি টাকার উন্নয়ন করেছি। আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করি, হাজীগঞ্জ-শাহরাস্তি তথা চাঁদপুর-৫ আসন হলো নৌকার ঘাঁটি। এবার দুই থানার জনগণ ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে এবং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবে।
এইদিকে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন বলেন আমি উপজেলা চেয়ারম্যান থাকা কালে ব্যাপক উন্নয়ন করেছি এবং আমি আওয়ামীলীগের তিন তিন বারের সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক হিসেবও আমি দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের কল্যানে কাজ করেছি। জয়ের জন্য বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ পথসভা করছি । তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে আশাবাদী।
স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগের নেতা সফিউল আলম ফিরোজ বলেন আমি সব সময় হাজীগঞ্জ-শাহরাস্তির মানুষের কাল্যানে কাজ করে যা”িছ। এবার আপনাদের ভোটে এমপি নির্বাচিত হলে শেখ হাসিনা নিদের্শে সকল কাজ করা হবে।
বিভিন্ন এলাকার সাধারণ ভোটার শাহাজাহান, মহমব আলী, নুর উদ্দিসনসহ অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, আওয়ামী লীগ প্রার্থী মেজর অব রফিকুল ইসলাম বীরউত্তম ¯’ানীয় নেতাকর্মীদের আগলে রাখা এবং এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কারণে তারা এবারও আস্তা রাখতে চায় মেজর রফিকুল ইসলামের (নৌকার) উপর। তবে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের কাছে মেজর অব রফিকুল ইসলাম বীরউত্তম এগিয়ে থাকলেও পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন। তাই সংশ্লিষ্ট এলাকার মানুষ মনে করেন দুই প্রার্থীর মধ্যে এবার হবে হাড্ডাহাড্ডি লড়াই। ৭ জানুয়ারী হাজীগঞ্জ-শাহরাস্তিতে কি নতুন সূর্য উদয় হবে না কি ইতিহাস সৃষ্টি করবেন মেজর অব রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা বাহাদুর শাহ বলেন, আমি দীর্ঘ বছর যাবত চাঁদপুর ৫ হাজীগঞ্জ-শাহরাস্তিতে রাজনীতি করে আসছি। ইসলামের খেদমত করে আসছি। তাই এই নির্বাচনে আমার এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে সংসদে পাঠাবে ইসলামের কথা এবং জনগণের কথা বলার জন্য। সু¯’্য নির্বাচন হলে আমি বিজয়ী হবো ইনশাল্লাহ।
২টি উপজেলার ২২টি ইউনিয়ন, ৩৩২টি গ্রাম ও ২টি পৌরসভা নিয়ে গঠিত চাঁদপুর-৫ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা- ৪ লাখ ৮৫ হাজার ৫৯৫জন। এর মধ্যে নারী ভোটার- ২ লাখ ৩৭ হাজার ৬৪৫ জন (শাহরাস্তি ১, ০১, ২০৬ জন ও হাজীগঞ্জ ১, ৩৬, ৪৩৯ জন), পুরুষ ভোটার-২ লাখ ৪৭ হাজার ৯৪৯জন (শাহরাস্তি ১,০১,৯৯১জন ও হাজীগঞ্জ১,৪৫,৯৫৮জন), তৃতীয় লিঙ্গের ভোটার-১জন এবং মোট ভোটকেন্দ্র- ১৪০টি।