হাজীগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধি,
চাঁদপুরের হাজীগঞ্জে সন্তান নিয়ে ট্রেনের নিচে মায়ের আত্নহত্যার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার বিবরণে জানাযায়, হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা গ্রামের রফিকুল ইসলাম এর মেয়ের সাথে ৬ বছর আগে একই উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের স্বর্ণা হাওলাদার বাড়ীর মাসুদুজ্জামানের সাথে তাহমিনা আক্তার এর সাথে পারিবারিক ভাবে বিবাহ আবদ্ধ হয়। বিয়ের কিছু দিন স্বামী-স্ত্রীর সাথে ভালো সম্পর্ক থাকলেও স্বামী বিদেশ যাওয়ার পর থেকে শুরু হয় বিরোধ। এরই মধ্যে ৪ বছরের একটি কন্যা সন্তান ও এক বছরের একটি পুত্র সন্তানের জন্ম হয়। তার পরেও স্বামীর অত্যাচার বন্ধ না হওয়ায় প্রবাসী স্বামীকে ডিফোর্স দেওয়া হয়। দুসন্তান নিয়ে বাবার বাড়ীতে অবস্থান করলেও স্বামী সামাজিক যোগযোগ মাধ্যমে বিভিন্ন বাজে কথা লেখা লেখির কারণে তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় একমাস আগে একটি অভিযোাগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ কোন ব্যবস্থা না নেওয়ার কারণে গতকাল ২৪ এপ্রিল বিকাল সাড়ে ৩টায় হাজীগঞ্জ মকিমাবাদ পূর্ব এলাকায় বড়ব্রীজের পাশে চাঁদপুর থেকে লাকসামগামী ট্রেনের নিচে পুত্র সন্তান নিয়ে আত্নহত্যা করে। খবর পেয়ে হাজীগঞ্জ থানার পুলিশ ও রেলের জিআরপি পুলিশ ঘটনার স্থলে গিয়ে লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে প্রেরণ করে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ রশিদ বলেন, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনার স্থলে যাই এবং চাঁদপুর জিআপি পুলিশকে অবহিত করলে তারা এসে লাশ চাঁদপুর পোষ্ট মোটেমের জন্য নিয়ে যায়। তিনি বলেন কেনো আত্নহত্যা করেছে তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।