মোঃ জামাল হোসেন ॥
শাহরাস্তি উপজেলার টামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২০ নভেম্বর বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আঃ মান্নান আতিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ জুলফিকার আলী জনি। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমেনা আক্তারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সহকারী শিক্ষা কর্মকর্তা মনির হোসেন, বিদ্যালয়ের সহ-সভাপতি মোখলেছুর রহমান মজুমদার, এইচ.এম বদিউজ্জামান, পরিচালনা কমিটির সদস্য ইকবাল হোসেন পাটওয়ারী, মহিলা সদস্য শামীমা বেগম, নাজমা বেগম, উম্মে জান্নাতুল নাঈমা, ভাটনীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মেহেদী হাসান রিফাত, বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ইশরাত জাহান ইকরা, মানপত্র পাঠ করেন ফারহানা আক্তার। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের পক্ষে বক্তব্য রাখেন মাহবুবুর রহমান।