মিনু কারামুক্তির পর বলেন, আমার মুক্তির জন্য যারা কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।
খুনের মামলায় আসামি না হওয়ার পরও প্রায় তিন বছর সাজা ভোগ করার পর মুক্তি পেয়েছেন মিনু আক্তার। বুধবার (১৬ জুন) বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এদিন দুপুরের দিকে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞা মিনুকে মুক্তির নির্দেশ দেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, আদালতের আদেশে যাচাই-বাছাইয়ের পর মুক্তি দেয়া হয় মিনুকে।
আদালত সূত্র জানিয়েছে, গত ২৩ মার্চ মিনুকে আক্তারকে চট্টগ্রাম আদালতে তোলা হয়। প্রকৃত আসামি কুলসুমা আক্তারের কারা রেজিস্ট্রারে থাকা ছবি এসময় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. শফিকুল ইসলাম খান আদালতে উপস্থাপন করা হয়। দুজনের ছবির মধ্যে পার্থক্য পাওয়া যায়।
চট্টগ্রামের জ্যেষ্ঠ আইনজীবী গোলাম মাওলা মুরাদ নিরপরাধ মিনুকে সকল আইনি সহায়তা প্রদান করেন। বুধবার (১৬ জুন) বিকেলে তিনি বলেন, মিনুর জীবন থেকে এই তিনটি বছর আর কখনো পাওয়া যাবে না। জড়িতদের আইনের আওতায় আনা ও ক্ষতিপূরণের জন্য মামলা দায়ের করা হবে।