ফরিদগঞ্জ পৌর এলাকার মিরপুর গ্রামে ফসলী জমির উপর অবৈধ ড্রেজিং এর মাধ্যমে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজিং কাজে ব্যবহৃত পাইপ ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
১ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় এই অভিযান চালায় নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) শারমিন আক্তার। তবে অভিযান কালে ড্রেজিং কাজে জড়িতদের কাউকেই পায়নি নিবার্হী ম্যাজিষ্ট্রেট।
জানা গেছে, গত এক সপ্তাহ ধরে উত্তর কেরোয়া সংলগ্ন মিরপুর গ্রামে প্রভাবশালীরা অবৈধ ড্রেজিং শুরু করে। গত সপ্তাহ ধরে চলার পর প্রশাসন ড্রেজিং কাজে ব্যবহৃত পাইপগুলো ভেঙ্গে দেয়।
স্থানীয়দের অভিযোগ সরকার দলীয় কিছু প্রভাবশালী নাকের ডগায় এই ড্রেজিংটি পরিচালনা করছে।