শাহরাস্তি পৌরসভার রাস্তাঘাট ও ড্রেন নির্মানে সম্ভাব্যতা যাচাইয়ে ২ সদস্যের টএওওচ-ওওও এর আওতাধীণ প্রকল্প বিশেষজ্ঞদের স্থান পরিদর্শণ ও এলাকাবাসীর সাথে মতবিনিময় ও সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ঠাকুরবাজার, কালীবাড়ী, কাজিরকামতা ও পূর্ব উপলতা গ্রামে পরিদর্শণ করেন। টএওওচ-ওওও রিহফড়-িই আর্থিক সহায়তা পুষ্ট পিজি-২ এলজিইডি এর আওতায় শাহরাস্তি পৌরসভায় রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থাপনা নির্মান ও পুননির্মান সহ অন্যান্য পরিসেবার কার্যক্রম বাস্তবায়নের উদ্দেশ্যে ১৪ মার্চ মঙ্গলবার সামাজিক সুরক্ষা ও পরিবেশগত সম্ভাব্যতা যাচাই সংক্রান্ত পৃথক মতবিনিময় সভায় উল্লেখিত এলাকায় অনুষ্ঠিত হয়। শাহরাস্তির পৌরসভার মেয়র হাজী আঃ লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকল্পভূক্ত সামাজিক সুরক্ষা বিশেষজ্ঞ কে.এম. মোশারফ হোসেন, পরিবেশ বিশেষজ্ঞ মুজাহিদুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র বাহার উদ্দিন বাহার, পৌর সচিব শেখ তোফায়েল আহম্মেদ, প্রকৌশলী হাসানুজ্জামান। প্রকল্পের পুর্ণবাসন বিশেষজ্ঞ কে.এম. মোশারফ হোসেন প্রকল্পের উদ্দেশ্য বর্ণনা করে বলেন, প্রকল্পকর্তৃক ক্ষতিগ্রস্থ ব্যক্তি/ব্যক্তিবর্গের ক্ষতিপূরন সম্পর্কিত ব্যাপারে কোন আপত্তি অভিযোগ থাকলে ক্ষতিগ্রস্থ ব্যক্তি/ব্যক্তিগণ পৌরসভার প্রকল্পভূক্ত অভিযোগ নিরসন কমিটির (জিআরসি) নিকট অভিযোগ বা আপত্তি জানাতে পারেন। সভায় উপস্থিত জনগন প্রস্তাবিত/বাস্তবায়নাধীন রাস্তার প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রকল্প বাস্তবায়নে তাদের কোন ব্যক্তিগত জমি ও গাছপালার কোন ক্ষতি হবে না মর্মে উল্লেখ করে। প্রকল্প বাস্তবায়েন সকলে সর্বাঙ্গীন সহযোগীতা আশ্বাস প্রদান করা হয়। সভায় আরো উপস্থিত পৌর কাউন্সিলর মনিরুল ইসলাম পাটওয়ারী, নুর মোহাম্মদ মোল্লা, প্রহল্লাদ চন্দ্র দে, সফিউল্যাহ মিয়াজি, বিকাশ মজুমদার, মুকবুল আহমেদ, শাহাবুদ্দিন আলম, মোহাম্মদ হোসেন, নাজির হোসেন পাটওয়ারী, ছকিনা বেগম, রাবেয়া বেগম, লুৎফুন নাহার, মমতাজ বেগম। উল্লেখ্য শাহরাস্তি পৌরসভার ড্রেনেজ নির্মান কাজ শেষ পর্যায়ে রয়েছে, এছাড়া পৌর এলাকার ১২টি ওয়ার্ডের ৩২টি সড়কের কাজ প্রকল্পধীন রয়েছে।