হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর দঃ ইউনিয়ন ছাত্রলীগের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি ছাত্রলীগ কমিটি উপদেষ্টা ১০নং গন্ধর্ব্যপুর দঃ ইউনিয়ন কামরুল হাসান সোয়েব। সভায় সভাপত্বি করেন দেশগাঁও ডিগ্রি কলেজ ছাত্রলীগ কমিটির সভাপতি দুলাল হোসেন মিজি। উক্ত অনুষ্ঠানটি রাবিক হোসেনের সঞ্চালনায় সুন্দর ভাবে পরিচালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ১০নং গন্ধর্ব্যপুর দঃ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যেশ্যে বলেন বাৎসরিক জাতীয় দিবসগুলিতে ইউনিয়ন ছাত্রলীগের কর্মীদের জানান দিয়ে তাদেরকে উৎসাহিত করিবেন। এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মোহাম্মদ হোসেন,৪নং ওয়ার্ড ছাত্রলীগ মো রাসেল, ৫নং ওয়ার্ড ছাত্রলীগ মাসুদ,৬নং ওয়ার্ড ছাত্রলীগ আল আমিন, ৭ নং ওয়ার্ড ছাত্রলীগ রতন, ৮নং ওয়ার্ড ছাত্রলীগ ফরিদ আহমেদ, সাইফুল ইসলাম আটিয়া, রাশেদ, তারেক হোসেনসহ আরো অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন। ওয়াজেদ সাগর হোসেনের সহযোগীতায় অনুষ্ঠানটিতে ইফতারের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে আলোচনা সভা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পেশ ইমাম মাও. আরিফুল ইসলাম।