করোনা মহামারিতে বিশেষ অবদান রাখতে এবার হাজীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের ব্যবস্থাপনায় অক্সিজেন সমৃদ্ধ ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু হয়েছে।
২ মে রোববার বিকেলে হাজীগঞ্জ বিশ্বরোডের চত্বরে উক্ত অ্যাম্বুলেন্সটি উদ্বোধন করেন, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের সবার প্রিয় অভিভাবক মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপির নির্দশনা এবং কেন্দ্রীয় যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকদ্বয়ের পরামর্শে হাজীগঞ্জ উপজেলা যুবলীগ ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করে। আমাদের এ সার্ভিস শুধুমাত্র গরীব,দুস্থ্য ও অসহায় রোগীদের জন্য ২৪ ঘন্টা চলমান থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের নেতা, আমিনুল ইসলাম বাবলু, নজরুল ইসলাম নজু, নাজমূল আহসান নয়ন, ওমর ফারুক খান, মনির হোসেন, মঞ্জু, ইউসুফ প্রধানীয়া সুমন, শ্যামল চন্দ্র শীল, ইব্রাহীম খান রনি, মনির হোসেন, আবু নাসের সুমন, হাবিবুর রহমান, দ্বাদশগ্রাম ইউনিয়নের এ কে শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।