হাজীগঞ্জ-শাহরাস্তি উন্নয়নে দেশের মডেল শাহরাস্তিতে উন্নয়ন মেলা উদ্বোধনকালে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি
শাহরাস্তিতে তিনদিনব্যাপী উন্নয়ন মেলার দ্বিতীয় দিনে মেলা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। তিনি বিকেল ৪টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে আয়োজিত উন্নয়ন মেলা পরিদর্শনে আসেন। এ সময় তাঁকে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের প থেকে শুভেচ্ছা জানানো হয়। প্রধান অতিথি মেলা প্রাঙ্গণে আসার পর তাঁকে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সচিত্র প্রতিবেদন দেখানো হয়।
মেলায় আগত শ’ শ’ শিার্থী ও দর্শনার্থীদের উদ্দেশ্যে মেজর রফিকুল ইসলাম বীর উত্তম বলেন, এ আয়োজন দেখে আমি খুবই আনন্দিত। এ ধরনের আয়োজন আমাকে মুগ্ধ করেছে। তিনি বলেন, বর্তমান সরকার সর্বেেত্র উন্নয়ন করে যাচ্ছে। জাতির জনকের সুযোগ্যা কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে যে উন্নয়ন হয়েছে, বাংলাদেশের ইতিহাসে অতীতে তা কখনো হয়নি। এ বছরের মধ্যে শাহরাস্তি উপজেলার প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। ইতঃমধ্যে ৯০ ভাগ ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। তিনি বলেন, আমরা একটি নদীর উপর ৮টি ব্রিজ করেছি, যা দেশের কোথাও নেই। কয়েকশ’ শিা প্রতিষ্ঠানের নতুন ভবন হয়েছে। মসজিদ-মন্দিরের উন্নয়ন হয়েছে, পৌরসভা, ফায়ার সার্ভিস, টেলিফোন ভবন আমরাই করেছি। একটি বাড়ি একটি খামার, নারীর মতায়ন, বিনিয়োগের বিকাশসহ সর্বেেত্র বর্তমান সরকার উন্নয়ন করেছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চাইলে শেখ হাসিনাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তা না হলে সমস্ত অগ্রগতি মুখ থুবড়ে পড়বে। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের অর্থায়নে পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে। আমরা অনেক সমস্যা কাটিয়ে উঠেছি, আমরা দারিদ্র্র্যকে পেছনে ফেলেছি, বাংলাদেশ এগিয়ে চলছে। ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত বিশ্বের সাথে একত্রে চলবো। শেখ হাসিনাকে আর একবার ভোট দিলে পদ্মা সেতু সমাপ্ত হবে, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র চালু হবে, যানজট নিরসন হবে। উন্নয়নের মহাসড়কে আপনাদের সাথে আবার দেখা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিব উল্লাহ মারুফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, পৌর মেয়র হাজী আঃ লতিফ, সহকারী কমিশনার (ভূমি) লিটুস লরেন্স চিরান, থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, শিা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শিা প্রতিষ্ঠানের শিার্থীরা উপস্থিত ছিলেন।