শাহরাস্তি প্রতিনিধিঃ
শাহরাস্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব, বেইস ও করফুলেন্নছা মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ড. এম.এ. সাত্তারের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে শুক্রবার সকাল ১০টায় করফুলেন্নেছা মহিলা ডিগ্রি কলেজ ও বেইস পঞ্চগ্রাম ড. সামছুল হক গণবিদ্যালয়ের যৌথ উদ্যোগে কলেজ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠাতা কলেজ ও গণ বিদ্যালয়ের শিক, কর্মকর্তা ও শিার্থীদের মাঝে কালো বেইস ধারণ। মরহুমের স্মরণে পুস্পকস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হয়। পরে কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজে ভারপ্রাপ্ত অধ্য উৎপলা রাণী পালের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক এ.কে.এম. মাহবুবুল হকের উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশেকুর রহমান, গণ বিদ্যালয়ের অধ্য মোঃ মাসুম ইকবাল, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আহম্মেদ উল্যাহ পাটওয়ারী, সহকারী অধ্যাপক মেহেরুন্নেছা, রীনা রাণী দাস, জাহানারা বেগম, প্রভাষক রীমা দাস, শিল্পী হালদার, মৃদুলা রাণী সাহা, কৃষ্ণ কান্ত পাল, প্রদর্শক সেলিম পাটওয়ারী লিটন, ছাত্র একতা সংগঠনের নেতৃবৃন্দ, শিক, শিার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং মরহুমের কর্মময় জীবনের উপর বক্তারা বলেন। আজ ২৬ মে চাঁদপুর শাহরাস্তির গণ মানুষের স্বপ্নদ্রষ্টা ডক্টর এম. এ. সাত্তারের ২৫ তম মৃত্যু বার্ষিকী। ১৯৯২ সালের ২৬ মে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মস্তিষ্কে রক্তরণের কারণে তিনি মৃত্যুবরণ করেন। ড. এম এ ছাত্তার হাজীগঞ্জ-শাহরাস্তির গণমানুষের নেতা মেজর (অবঃ) রফিকুল ইসলাম এমপির আপন চাচা।