টানা চার ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সোমবার (২৬ এপ্রিল) রাতে পাঞ্জাবকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে এয়ন মর্গানের দল।
এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মর্গান। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কলকাতার পেস এবং স্পিনের যুগলবন্দিতে দাঁড়াতেই পারেনি পঞ্জাব। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৩ রান করে পাঞ্জাব। মায়াঙ্ক আগারওয়াল সর্বোচ্চ ৩১ এবং ক্রিস জর্ডান করেন ৩০ রান।
কলকাতার হয়ে বল হাতে প্রসিদ্ধ কৃষ্ণা ৩টি এবং প্যাট কামিন্স ও সুনীল নারিন উভয়েই ২টি করে উইকেট লাভ করেন।
এত সহজ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও কলকাতা শুরুতেই হোঁচট খায়। ১৭ রানের মধ্যে ডাগআউটে ফিরে যায় দলের তিন ব্যাটার। এরপর দলকে টেনে তোলেন রাহুল ত্রিপাঠী। ৩২ বলে ৪১ রানের ইনিংস খেলে কলকাতার জয়ের মঞ্চটা প্রস্তুত করে দেন। বাকি কাজটা সারেন মর্গান।
পাঁচে ব্যাট করতে নেমে ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত ক্রিজে থেকে দলের জয় নিশ্চিত করেন মর্গ্যান। কলকাতা ১৬ দশমিক ৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৬ রান করে।
এটি কলকাতার দ্বিতীয় জয়। এই ম্যাচেও একাদশে জায়গা পাননি বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।