মোঃ জামাল হোসেন, চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা যুবলীগ, স্বেচ্ছা সেবক, তরুণ লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে দেশব্যাপী সন্ত্রাস, জঙ্গীবাদ বিরোধী মিছিল ও সমাবেশ অনুূূষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় মিছিলটি উপজেলা পরিষদ গেইট থেকে শুরু হয়ে মেহার কালীবাড়ী, ঠাকুর বাজার হয়ে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা আল-আমিন শপিং কমপ্লেক্স চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মিছিলে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার। এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল মান্নান বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেদোয়ান হোসেন সেন্টু, পৌর যুবলীগ নেতা ১০নং ওয়ার্ড কাউন্সিলর তুষার চৌধুরী রাসেল, রেজাউল করিম বাবুল, মোঃ হেদায়েত উল্যাহ পাটওয়ারী, আলাউদ্দিন আল-আজাদ রিপন, মোঃ আমান উল্যাহ, সাইফুল ইসলাম রনি, যুবলীগ নেতা সুভাষ চন্দ্র মাধু, ছাত্রলীগ নেতা মোশারফ হোসেন, ইমদাদুল হক মিলন, ফয়সাল আহমেদ শুভ, মোঃ মিজানুর রহমান, তানভির হোসেন, মাহমুদুল হাসান মামুন, রফিকুল ইসলাম প্রমুখ। সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে আমাদের অভিভাবক মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এছাড়া পৌর যুবলীগ ও ছাত্রলীগের কমিটি সংসদ সদস্য মহোদয়কে অবহিত করণের মাধ্যমে চাঁদপুর জেলা নেতৃবৃন্দের প্রতি জোর দাবী জানান।