মতলব দক্ষিণে পবিত্র মাহে রমজান ও ঈদকে সামনে রেখে অসহায় পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা, খাবার, লুঙ্গি ও শাড়ী কাপড় বিতরণ করেন পৌর আওয়ামী যুবলীগ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে এবং বাংলাদেশ আওয়ামী চেয়ারম্যান শেখ ফজলে শামস পরেশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও জেলা যুবলীগের পরামর্শে ৪ মে মতলব পৌর আওয়ামী যুবলীগের উদ্যেগে দলীয় কার্যালয়ের সামনে গরীব ও অসহায় পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
পৌর আওয়ামী যুবলীগের সভাপতি সোহাগ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক রোকনুজ্জামান রোকনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি দেওয়ান মোঃ রেজাউল করিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু সরকার,উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক চন্দন শাহ,পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সুকুমার ঘোষ,জেলা যুবলীগের সদস্য বাদল নন্দী, কাউন্সিলর আবুল বাশার পারভেজ মিয়াজী, পৌর যুবলীগের সহ- সভাপতি রিপন পাটোয়ারী,৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু সাহা প্রমুখ।পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মতলব হাই স্কুল জামে মসজিদের ইমাম মাওলানা খোরশেদ আলম।এসময় উপজলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এম এ আজিজ বাবুল,আওয়ামী লীগ নেতা কালাম মিজী,লোকমান হোসেন বাবুল,যুবলীগের যুগ্ম আহবায়ক আল এমরান চৌধুরী, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, মহিলা কাউন্সিলরবৃন্দসহ আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।