আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পল্টন থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলার ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনিছুর রহমানের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১লা মার্চ সোমবার বিকেলে ৭,৮ও ৯ নং ওয়ার্ড আ’লীগ, সহযোগী সংগঠন এবং এলাকাবাসীর আয়োজনে ৮ নং ওয়ার্ডস্থ বিষুরবন্দ সর্দার বাড়ী সংলগ্ন মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড আ’লীগ নেতা ও ইউপি সদস্য আব্দুল মজিবের সভাপতিত্বে ও সোহাগ সর্দারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পল্টন থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি, সাংসদ মুহম্মদ শফিকুর রহমান এমপির স্নেহধন্য ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনিছুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন, ৮ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আলমগীর হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক মো. হানিফ মিজি, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পাটওয়ারী, সিরাজুল ইসলাম মিজি, আ’লীগ নেতা আব্দুল হান্নান কালু, সাবেক মেম্বার আবুল ফজল, বিষুরবন্দ সর্দার বাড়ী জামে মসজিদের খতিব মাও. শফিকুল ইসলাম, পাটওয়ারী বাড়ি জামে মসজিদের খতিব হাফেজ তানভীর হোসেন, উপজেলা যুবলীগের সদস্য রুবায়েত হোসেন জুয়েল, আবদুর রহিম রুবেল, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক কাজী মাহফুজ, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আখন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইউপি সদস্য ইয়াছমিন বেগম, সাবেক ইউপি সদস্য সেলিনা বেগম, ৭ ওয়ার্ড যুবলীগের নেছার পাটওয়ারী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল খান, ৯ নং স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিয়ান হোসেন রিপন, এড. নাছির হোসেন রাজু, ইউনিয়ন যুবলীগ নেতা আবুল কাশেম গাজী, আরিফ মজুমদার, ওয়ার্ড যুবলীগ নেতা নূর হোসেন পাটওয়ারী, সাবেক ইউপি সদস্য রৌশন আরা প্রমূখ।