চাঁদপুর ফরিদগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বিদ্যুতায়িত হয়ে অগ্নিকাণ্ডে পোল্টি ফার্মের আড়াই হাজার মুরগী পুড়ে ভস্মিভূত হয়েছে। এ অগ্নিকাণ্ডে খামারের অবকাঠামো সহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
৭ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নের কৃষ্ণপুর গামের নুরুল ইসলাম ভেন্ডার বাড়ির পোলট্রি ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন’র ৩ তলা বিশিষ্ট খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, ঐদিন সকালে ফার্মেও উপর ধোঁয়ার কুন্ডলী দেখতে পেয়ে ফার্ম মালিককে জানালে স্থানীয়রা সকলে মিলে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
এ ঘটনায় তাৎক্ষনিক ভাবে চাঁদপুরের ফায়ার সার্ভিসে মোবাইল ফোনের মাধ্যমে জানানো হলেও কেউ আসে নি।
পোল্টি ফার্মের মালিক দেলোয়ার হোসেন, বিভিন্ন এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে গত ৩রবছর ধরে পোলট্রি ব্যবসা করে সামনে মাত্র লাভের মুখ দেখার সময় এসেছে। লাভ দুরে থাকুক এ অগ্নিকাণ্ডে তিনি প্রায় নিঃস্ব হয়ে গেছেন বলে হাউ মাউ করে কান্নায় ভেঙ্গে পড়েন। ছেলে মেয়েদের নিয়ে এখন কি করবেন সে ভাবনা এখন বাসা বেঁধেছে তার মনে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানিয়েছেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনার স্থান পরিদর্শন করেছে। এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ করেননি। তবে স্থানীয়দের ধারনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।