চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের ধানের শীষ প্রার্থী ইঞ্জি. মমিনুল হক বলেছেন, বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন যন্ত্রণায় কান্নার রোল পড়েছে। ধানের শীষের নিশ্চিত বিজয় ছিনিয়ে নেওয়ার জন্যে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা সহিসংসতার পথ বেচে নিয়েছেন।’
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) হাজীগঞ্জে তাঁর বাসভবনে সংবাদ সম্মেলন করে এমন দাবি করেন তিনি।
তিনি জানান, ‘প্রশাসনের সাথে যুক্ত হয়ে ছাত্রলীগের কর্মীরা আমার দলের নেতাকর্মীদের ঘর-বাড়ি ভাংচুর ও লুটপাট করছে এবং ধানের শীষের সকল পোস্টার ছিঁড়ে ফেলছে।’
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গত ২৬ ডিসেম্বর হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের মুকুন্দসার গ্রামে যুবলীগ নেতা কে এম.মাহফুজ বাবু ও মুকুর আলীর নেতৃত্বে বিএনপি নেতা বাদল, মামুন কাজী ও শেখ সিরাজুলের বাড়ি ঘর ভাংচুর করে। এ সময় শেখ সিরাজুলের স্ত্রী লতিফা বেগম তাদের তাণ্ডব দেখে আতংকে নিহত হয়। সন্ত্রাসীরা মোহাব্বত মিজির ছেলে বিএনপি নেতা ইউছুপ মিজিকে লাঠি দিয়ে আঘাত করার পর তার মৃত্যু হয়েছে। একই দিন উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক শাহ আলম খানের কিন্ডার গার্ডেনসহ বিএনপি নেতাদের দোকানে ও বাড়িতে হামলা চালানো হয়েছে।
তিনি আরো অভিযোগ করেন, গত ২৪ ডিসেম্বর উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক শাহিদুর রহমানকে পথে পেয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনের বাহিনী মিলে রড দিয়ে পিটিয়ে দুই পায়ের হাড় ভেঙ্গে দেয়। এ সময় আরো দুই যুবদল নেতাকেও গুরুতর আহত করা হয়েছে।
গ্রেফতার প্রসঙ্গে এ প্রার্থী বলেন, পুলিশ ও ডিবি আমার বাড়ীর চারিদিকে প্রতিনিয়ত টহল দিয়ে আসছে। আমার বাড়িতে কোন লোক ঢুকলে তাদের গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। গত বুধবার আমার চোখের সামনে থেকে ১১ জন নেতাকর্মীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। এসব ঘটনায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনিক মহলকে অবহিত করলেও প্রশাসনের নিরব ভূমিকা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে।
তাঁর দাবি, ‘পুলিশ ও ডিবিসহ সাদা পোষাকে ধারনকারী প্রশাসন বিএনপি তথা ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করে উঠিয়ে নিয়ে যাচ্ছে। তাদের পরিবারের সদস্যদের ও ভয়ভীতি দেখানো হচ্ছে। এমনকি আমার দলের নেতাকর্মীদের স্বাভাবিক চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন।’
আগামি ৩০ ডিসেম্বর ব্যালটের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ বাক্যটিও তিনি যোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোজাম্মেল হক মোহন, যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মনির ও সাবেক ইউপি সদস্য আব্দুর রহিমসহ প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।