চাঁদপুর শহরের শপথ চত্বর মোড়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা হচ্ছে। এ জন্য পুলিশ চিত্রলেখার মোড় এবং মাতৃপীঠ স্কুল মোড় থেকে পশ্চিম দিকে সকল ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। একই সাথে কালীবাড়ি (ওয়ান মিনিট) মোড় থেকেও শপথ চত্বরমুখী যানবাহন বন্ধ করে দেয়। শহরের প্রধান সড়কগুলো আকস্মিক বন্ধ করে দেয়ায় জনগণ মারাত্মক ভোগান্তিতে পড়ে।
চাঁদপুর জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা থেকে চিকিৎসা শেষে গতকাল বুধবার চাঁদপুর আসেন। সুস্থ হয়ে তিনি চাঁদপুর ফিরে আসায় জেলা আওয়ামী লীগ আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে। গতকাল বুধবার বিকেলে শহরের শপথ চত্বর মোড়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নেতা-কর্মীদের জমায়েত গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন লাগোয়া শপথ চত্বরের পশ্চিম উত্তর প্রান্ত এবং বায়তুল আমিন মসজিদের সম্মুখ ভাগ জুড়ে ছিলো। শপথ চত্বরের পূর্ব ও দক্ষিণ দিক পুরোপুরি ফাঁকা ছিলো। কালীবাড়ি শপথ চত্বর হয়ে শহীদ মুক্তিযোদ্ধা সড়ক হয়ে শৃঙ্খলার সাথে যানবাহন অনায়াসে চলাচল করতে পারতো। কিন্তু পুলিশ আলোচনা সভার দোহাই দিয়ে অনুষ্ঠান শুরুর সময় থেকেই চিত্রলেখা মোড়, মাতৃপীঠ স্কুল মোড় এবং কালীবাড়ি মোড়ে অবস্থান নিয়ে শপথ চত্বরমুখী সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এটি অতি উৎসাহী পুলিশ কর্মকর্তাদের অতি বাড়াবাড়িই হিসেবে দেখছে শহরবাসী। এমনকি আওয়ামী লীগ নেতৃবৃন্দও এটিকে ভালোভাবে নেননি। দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের এ ব্যাপারে জিজ্ঞেস করলে তারা জানান, মোড়ে আওয়ামী লীগের মিটিং হচ্ছে তাই রাস্তা বন্ধ। ফলে পুরো শহর তীব্র যানজটের কবলে পড়ে। এতে মানুষ মারাত্মক ভোগান্তিতে পড়ে।
সরকারি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অতি উৎসাহী কিছু পুলিশ উদ্দেশ্যমূলকভাবে এ কাজটি করেছে বলে সাধারণ জনগণ মন্তব্য করে।