বিএনপি নেতারা বলেছেন, নতুন বছরে সবাইকে ঐক্যবদ্ধ করে একটি ‘গণতান্ত্রিক রাষ্ট্র’ প্রতিষ্ঠা করাই দলের লক্ষ্য।
তাদের দাবি, ৩০শে ডিসেম্বর প্রহসনের নির্বাচনে সরকার ক্ষমতায় এসেছে বলে দিনটি একটি লজ্জার দিন।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এসব বলেছেন বিএনপি নেতারা। সমাবেশে বক্তব্য রাখেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতৃবৃন্দ।
গত ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছিল বিএনপি। দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস বলে পালন করে পুনঃনিবর্বাচনের দাবি জানিয়ে আসছে তারা।
সেই দাবিতেই বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আজ। তবে কর্মসূচি শুরুর আগে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাক্কাধাক্কিতে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রেসক্লাবের সামনে বিক্ষোভের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও কিছুক্ষণ পুলিশের সতর্ক অবস্থান ছিলো।