ঢাকা: গত পাঁচ দিন ধরে তিনি পড়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করিডোরে। কিন্তু হাতের কাছে থাকা চিকিৎসার সুযোগ তার ভাগ্যে জুটেনি।
অবশেষে শনিবার দুপুর আড়াইটার বিনা চিকিৎসাতেই মারা গেলেন সেই অজ্ঞাত (৬৫) বৃদ্ধ।
ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক আমানত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বাংলানিউজকে জানান, লোকটি রাস্তায় পড়েছিলো। না খেয়ে খেয়ে অপুষ্টিজনিত বা বাধ্যক্যজনিত কারণে তার মৃত্যু হতে পারে। মরদেহের ময়না তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
জরুরি বিভাগের বেসরকারি আয়া ফরিদাসহ কয়েকজন বাংলানিউজকে জানান, পাঁচ দিন আগে জরুরি বিভাগের টিকেট কাউন্টারের পিছনের করিডোরে অচেতন অবস্থায় পড়েছিলেন ওই বৃদ্ধ।
এ সময় আমরা তাকে কলা-বিস্কুট খেতে দেন আয়ারা। শনিবার দুপুরে জরুরি ওয়ার্ডের ট্রলিম্যান পারভেজ ও ইদ্রিস আলী তাকে জরুরি বিভাগে নিয়ে আসেন, তখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আয়ারা বলেন, হাসপাতালের মধ্যেই তিনি বিনা চিকিৎসায় মারা গেলেন।
যদিও জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান জানান, লোকটি যে পাঁচ দিন ধরে করিডোরে পড়েছিলেন তা তিনি জানেন না।