শাহরাস্তি প্রতিনিধি:
আসন্ন চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা টামটা দক্ষিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী হাজী জামাল আহমেদ। দীর্ঘ বছর থেকে ছাত্র রাজনীতি, যুবলীগ রাজনীতি ও আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। ২০০১ সালে আওয়ামীল ক্ষমতায় না আসায় দলীয় নেতাকর্মীদেরকে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা মামলা-হামলা দিয়ে যখন বাড়ী ছাড়া করে তখন জামাল আহমেদ তাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা ও আর্থি সহযোগিতা করেছেন। এই সুবাদে এলাকার মধ্যে জামাল আহমেদ এর জনপ্রিয়তায় হয় উঠে। গত দু বছর করোনাকালিন সময়ও এলাকার মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা করেছেন। এলাকার মানুষ জনের মুখে মুখে আলোচনা রয়েছেন।
গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা জনসভায় চেয়ারম্যান প্রার্থী হাজী জামাল আহমেদ এর হাজার হাজার কর্মী ও সমর্থকরা এবং আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী বর্ধিত সভায় যোগদান করে।
ইউনিয়নের কয়েকটি ওয়ার্ড ঘুরে জানা যায়, হাজী জামাল আহমেদ সততা, ন্যায়, নিষ্ঠাবান, পরোপকারী একজন মানুষ। তার মধ্য নেই কোন ধরনের হিংসা, প্রতিহিংসা অর্থলিপ্সু। এমনকি তিনি এলাকার মানুষজনের যে কোন বিপদ-আপদে দৌড়ে যান। ইতিমধ্যে তিনি চেয়ারম্যানের চেয়ারে না থেকেও আর্থসামাজিক কাজে নিজকে জড়িয়ে রেখেছেন। এ জন্য জনসাধারণ তার প্রতি আস্থা এবং বিশ্বাসী হয়ে উঠেছেন। তিনি সাংসারিক জীবনের পূর্বে ছাত্র রাজনীতি থেকে শুরু এখনও এই মানুষটি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতিতে নিঃস্বার্থভাবে সম্পৃক্ত রয়েছেন। রাজনীতির পাশাপাশি হাজী জামাল আহমেদ সফল ব্যবসায়ীও।
ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন (আনু শেখ) বলেন, এবার আমরা দলমত নির্বিশেষে সবাই এই ইউনিয়নের চেয়ারম্যানের চেয়ারটি পরিবর্তন চাই। নিঃস্বার্থভান ব্যক্তি হিসেবে হাজী জামাল আহমেদকে সমর্থন করে তার নির্বাচনী কাজ করছি। শুধু আমি নয়, আমার মত ইউনিয়নের অনেক লোক এমন কথা বলবে।
তিনি আরো বলেন, জামাল আহমেদ কেমন লোক ইউনিয়নের সর্বস্তরের মানুষ জানে। সে সাথে গোয়েন্দা সংস্থার কাছেও তার সমন্ধে রিপোর্ট রয়েছে। সর্বোপরি সবার থেকে জামাল আহমেদ ভালো একজন মানুষ। তার জন্য আমাদের দোয়া এবং সমর্থন সব সময় থাকবে।
ইউনিয়ন যুবলীগের সভাপতি মোতাহের হোসেন টিটু ও সহ-সভাপতি খসরুরজ্জামান খোকা বলেন, আমরা এমন একজন মানুষ চেয়েছি তা আমরা পেয়েছি। যা অতীতে কখনও ইউনিয়নের জনগণ পাননি। যিনি ইতিমধ্য সর্বস্তরের নেতাকর্মীদের মন জয় করে নিয়েছেন। তিনি আর কেউ না আমাদের সকলের প্রানের স্পন্দন হাজী জামাল আহমেদ ভাই। তৃনমুল নেতাকর্মীদের মমতাময়ী নেত্রী জননেত্রী শেখ হাসিনা এবং হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার অভিভাবক মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এর প্রতি আমাদের একটাই দাবি জামাল ভাইয়ের হাতে নৌকার মনোনয়ন তুলে দিন।
ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মাহবুবুর রহমান সুমন বলেন, ইউনিয়ন নেতাকর্মীদের একমাত্র আশ্রয়স্থল জামাল ভাইকে নৌকার মনোনীত প্রার্থী হিসেবে দেখতে চাই। তার কাছেই ইউনিয়ন পরিষদ নিরাপদ। এলাকর ৮০ ভাগ মানুষ জামাল আহমেদ এর পক্ষে রয়েছে।
চেয়ারম্যান প্রার্থী জামাল আহমেদ বলেন আমার সকল প্রেরণায় মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর অব রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। আমি এলাকার মানুষের জন্য যা করি তা আমার প্রিয় নেতার নিদের্শে করি। তিনি সর্বক্ষনিক এলাকর মানুষের পাশে থাকার জন্য নির্দেশ দিয়ে থাকেন। গত ২৫ বছরের মেজর রফিকুল ইসলাম বীরউত্তম এমপি আমার ইউনিয়নের ব্যপক উন্নয়ন করেছেন। মানুষের দুখে সুখে পাশে রয়েছেন। তারই একজন কর্মী হয়ে আমি এলাকার মানুষের জন্যে কাজ করে যাচ্ছি। এলাকার মানুষ আমাকে গ্রহন করেছে এবং তাদের পক্ষ থেকে প্রস্তাব এসেছে আমি যেনো চেয়ারম্যান পদে নির্বাচন করি। কারণ চেয়ারম্যান হলে আরো বেশি এলাকার মানুষকে সহযোগিতা করতে পারবো। সে হিসেবে আমি চেয়ারম্যান পদে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য চেষ্ঠ করছি। দলীয় মনোনয়ন ও চেয়ারম্যান হলে চেষ্ঠা করবো এলাকার মানুষের প্রত্যাশা পূরুন করতে।