চাঁদপুরের শাহরাস্তিতে মাদকসহ কবির হোসেন (৪৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। ৪ জুলাই রোববার সকালে তাকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে উপ-পরিদর্শক (এসআই) চৌধুরী আলম সংগীয় ফোর্স চিতোষী পশ্চিম ইউনিয়নের স্বেতীনারায়ণপুর গ্রামে অভিযান চালিয়ে ওই বাড়ির মৃতঃ হাবিবুর রহমানের পুত্র কবির হোসেনকে আটক করে।
ওই সময় তার দেহ তল্লাশি করে ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, আটককৃতকে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।