ঘটনাটি শুক্রবার বিকালে ইউনিয়নের ৬নং ওয়ার্ড বটতলা এলাকায় ঘটেছে।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক খোরশেদ আলম শোভনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। বর্তমানে গুরুত্বর যখম অবস্থায় উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার বিবরনে জানা যায়, বটতলা মুদি দোকান্দার খোরশেদ তার ফেইসবুকে ভালোবাসার সোহাগী নামে একটি আইডির পোষ্ট শেয়ার করেছে বলে অভিযোগ। এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে গন্ধর্ব্যপুর দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াসউদ্দিন বাচ্ছুর ছেলে হৃদয় ও আরিফসহ ৫/৬ জন সন্ত্রাসী তার দোকানে হামলা ও ভাঙচুর চালায়।
দোকান্দারের ফোন পেয়ে বিকালে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম শোভন ঘটনাস্থল দেখতে যায়।
এ খবর পেয়ে পুনরায় চেয়ারম্যান এর ছেলে হৃদয় ও আরিফ মিলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম শোভনের উপর অতর্কিত হামলা চালায়। এতে মাথায়, চোঁখে, হাতে, বুকে, পাসহ শরীলের বিভিন্ন অঙ্গে লাটি সোটা দিয়ে রক্তাক্ত যখম করে। নেতাকে হামলাকারীদের হাত থেকে বাচাঁতে গিয়ে আহত হয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবুল কালাম।
হামলাকারীদের হাত থেকে উদ্ধার করে ইউনিয়ন যুবলীগের নেতা মাসুদ হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
এ বিষয়ে আহত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম শোভন বলেন, দোকান্দার আমার দলের লোক, তার দোকানে হামলা হয়েছে ফোনে এমন অভিযোগ পেয়ে ঘটনাস্থল যাই। কোন কিছু জানার পূর্বে চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্ছুর ছেলে হৃদয় ও আরিফসহ কয়েকজন মিলে অতর্কিত এ হামলা চালায়। সুস্থ্যতার অপেক্ষায় আছি, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, হামলার বিষয়টি শুনেছি, তবে কি কারনে হামলা হয়েছে অভিযোগ পেলে ব্যবস্থা নিব।