মুজিববর্ষ উপলে ২০২০-২০২১ অর্থ বছরে আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে ২য় পর্যায়ে হাজীগঞ্জে ‘ক’ তালিকাভুক্ত উপজেলায় ভূমিহীন ও গৃহহীণদের পুনর্বাসন নিয়ে সংবাদ সম্মেলনে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার এসব তথ্য জানান।
মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দ্বিতীয় ধাপে হাজীগঞ্জে ১০৫ ভূমিহীন-গৃহহীন পরিবার পাকা ঘর পাচ্ছে। ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে এ ঘর প্রদান করবেন। প্রথম পর্যায়ে হাজীগঞ্জে পাকা ঘর প্রদান করা হবে ১৩জন। পর্যায়ক্রমে আরো ৮২জন ভূমিহীন-গৃহহীন পরিবারকে পাকা ঘর প্রদান করা হবে।
বুধবার (১৬ জুন) সকালে উপজেলা ই-সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন।
উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের বিস্তারিত উল্লেখ করে সভাপতির বক্তব্যে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, তালিকাভূক্ত ১০৫টি পরিবারের মধ্যে ১ম পর্যায়ে ৫ টি পরিবারকে সরকারি খাস জমিতে ভূমিসহ গৃহ প্রদানের মাধ্যমে পূর্ণবাসন করা হয়েছে। ২য় পর্যায়ে ৪টি পরিবারের পুনর্বাসন করা হবে। বাকি ৯৬টি পরিবারের মধ্যে ৭২ পরিবারকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পূর্ণবাসন করার ব্যবস্থা করা হবে। তিনি বলেন, যে ২৪টি পরিবারের জন্য এখনো ভূমির ব্যবস্থা করা যায়নি, তাদের জন্য খাস জমি সংগ্রহে আমরা চেষ্টা করছি।
যদি খাস জমি পাওয়া না যায়, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী তাদেরকে ভূমি ক্রয় করে পূর্ণবাসন করা হবে। উল্লেখিত ১০৫টি পরিবারকে ভূমি ও ঘরের পাশাপাশি টয়লেট ও রান্নাঘর করে দেওয়া হবে। এছাড়াও সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের নির্দেশনা অনুযায়ী তাদেরকে বিদ্যুৎ, আর্সেনিকমুক্ত পানি এবং আর্থ-সামাজিক উন্নয়নে তাদের জন্য আয়বর্ধনমূলক কার্যক্রম গ্রহণ করা হবে।
তিনি বলেন এর পূর্বে ‘খ’ তালিকাভূক্ত অনুযায়ী হাজীগঞ্জ উপজেলায় ৫৫০জনক ঘর করে দেয়া হয়েছে।
এ সময় তিনি উপজেলায় কর্মরত সকল পর্যায়ের সংবাদকর্মীসহ সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী মো. জাকির হোসাইনের উপস্থাপনায় সংবাদ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ। বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসকাবের সভাপতি মহিউদ্দিন আল আজাদ, পরবর্তী মেয়াদের সভাপতি গাজী সালাউদ্দিন, সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম ও কামাল হোসেন, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার।
এ সময় আরো বক্তব্য রাখেন, প্রেসকাবের সদস্য ও সাংবাদিক কবির আহমেদ, এস.এম মিরাজ মুন্সী, সাইফুল ইসলাম সিফাত, মনজুর আলম পাটোয়ারী, গাজী মহিনউদ্দিন। সংবাদ সম্মেলনের প্রেসকাবের অন্যান্য সদস্যসহ জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।