স্টাফ রিপোর্টার ঃ স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ‘‘এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত দেশ গড়ি’’ এ স্লোগানকে ধারন করে চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজ ও চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে সীমিত আকারে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৬জুন (বুধবার) সকাল ১১টায় কলেজের সভাকক্ষে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক এ কে এম দিদারুল আলম।
এসময় প্রধান অতিথি চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক এ কে এম দিদারুল আলম বলেন, আপনারা যারা শিক্ষক আপনাদের উপর দেশের কিছু দায়িত্ব রয়েছে। চাঁদপুরের পুলিশ ও মাদকদ্রব্য অধিদপ্তর যৌথ উদ্যোগে আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছি। আমরা মাদক নিমূলে আপনাদের সহযোগিতা চাই। যদি আপনারা তথ্য দিয়ে সহায়তা করেন, তাহলে এ অঞ্চলে কোন মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী থাকবেনা।
তিনি বলেন, শিক্ষার্থীদের মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরতে হবে। আমরা যে লিপলেট দিয়েছি, তা তোমরা পড়বে। মাদক ব্যবসায়ীরা সমাজ ও দেশ নষ্ট করে। তোমরা মাদকাসক্তদের বিয়ে করবে না। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন -২০১৮অনুযায়ী মাদকের ব্যবসায়ীর ও সেবনকারী সব্বোর্চ শাস্তি মৃত্যুদন্ড। এখন সরকারি চাকুরীর ক্ষেত্রে ডোপ টেস্ট হয়। যদি কেউ মাদক গ্রহন করে তাহলে তার চাকুরী হবে না।
তিনি আরো বলেন, আজকে যারা এ অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন তাদের ধন্যবাদ জানাই। বিশেষ করে এ কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। তিনি এতো সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনে সহায়তা করার জন্য। সর্বোপরি আপনারা মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে।
২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষাজীবনের বিভিন্ন স্তরে আমরা জ্ঞান অর্জন করি। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে আপনারা মানবসম্পদ তৈরি করেছেন। যারা এ প্রতিষ্ঠান গুলো তৈরি করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। মাদক মস্তিষ্ককে উত্তেজিত করে এবং নেতিবাচক প্রভাব ফেলে। প্রথম শ্রেনির মাদক সিগারেট বিড়ি যারা খায় তাও অত্যন্ত ক্ষতিকর। মাদক গ্রহনকারীরা মানুষিক রুগী। মাদক সেবনকারীরা মানসিক, সামাজিক ও অর্থিকভাবে উন্নতি করতে পারে না।
তিনি বলেন, তোমরা শিক্ষার্থীরা মাদক থেকে দূরে থাকবে। অষ্টম থেকে দশম শ্রেনি পর্যন্ত সময়টা অত্যন্ত আবেগীয় সময়। অভিভাকদের সচেতন থাকতে হবে। সুশিক্ষা অর্জন করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে তোমাদেরকেই। আমি এখান থেকে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের সর্ম্পক ।অত্যন্ত সিনিয়র সাংবাদিক । পুলিশের কাজে সবমসয়ই সহায়তা করেন । তিনি মাদক বিরোধী এ অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা করেছেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সভাপতি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
অনুষ্ঠানের সভাপতি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন, আজকের অতিথিদের পেয়ে আমরা গর্বিত। এ এলাকায় চাঁদপুরের প্রায় সকল ওসি এসেছেন। ওসি সাহেব একজন জনবান্ধব ও পরিশ্রমী। পুলিশ পরিশ্রম করে বলেই আমরা শান্তিতে ঘুমাই। পুলিশ প্রশাসন মাদকের বিরুদ্ধে সব-সময় অভিযান অব্যাহত রাখেন। উনি পরিশ্রমী অফিসার। পুলিশ প্রশাসন ও মিডিয়া এখন সেতু বন্ধন রচনা করেছে। তারা সকলেই মাদকের বিরুদ্ধে কাছ করছে।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন করছেন পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক দিদারুল আলম সাহেব এখানে যোগদানের পর থেকে মাদক বিরোধী কর্মকান্ড আরো জোরদার হয়েছে। আমি সব-সময়ই মাদকের বিরুদ্ধে সোচ্চার রয়েছি। মাদক বিক্রেতা ও সেবনকারী ধরিয়ে দিতে হবে। প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। আমাদের এ কলেজসহ এখানকার সকল প্রতিষ্ঠানে একটি করে ৪তলা বিশিষ্ট আধুনিক একাডেমিক ভবন নির্মান করা হয়েছে। এজন্য আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপিকে।
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: শাহাদাৎ হোসেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, জিলানী চিশতী কলেজের ইংরেজী প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহিলা মেম্বার ও ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি মিসেস ফিরোজা বেগম, ৪নং ওয়ার্ডের (শাহতলী ) মেম্বার ও আওয়ামীলীগ নেতা মো: সফিক কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম-বিষয়ক সম্পাদক মো: আবুল কাশেম কারী,২৯ নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো:দিদার হোসেন মিজি প্রমুখ ।
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহতলী কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা এমদাদ উল্ল্যাহ, আরবী প্রভাষক মাওলানা মহিউদ্দিন, আরবী প্রভাষক মাওলানা এ.এন.এম হেলাল উদ্দিন, জিলানী চিশতী কলেজের প্রভাষক মোহাম্মদ মানিক মিয়া, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: রফিকুল ইসলাম তালুকদার, শাহতলী কামিল মাদরাসার সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমান, ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারি শিক্ষিকা রাবেয়া বেগম, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক মো: ফজলুল করিম খান, সহকারি শিক্ষক মো: সাইফুল ইসলাম, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: ইদ্রিস আলী, সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ খান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: নজরুল ইসলাম মিজি, সহকারি শিক্ষিকা আয়শা আক্তার, সহকারি শিক্ষিকা মোহসেনা আক্তার, সহকারি শিক্ষক মো: ইয়াছিন খান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি লাইব্রেরীয়ান মো: রবিউল আউয়াল খান,কলেজ অফিস ইনচার্জ মো:রানা সরকার সহ অন্যান্য অতিথিবৃন্দ।