চাঁদপুরের কচুয়ায় ১২নং আশরাফপুর ইউনিয়নের পনশাহী গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম আনোয়ার হোসেন (২৭)। তার পিতার নাম সাদেক আলী।
নিহতের বাড়ি উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের মেঘদাই গ্রামে।
২৪ মে সোমবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।
তিনি একজন ব্যবসায়ী এবং কচুয়া প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক সাইফুল ইসলাম সুমনের বড় ভাই। স্থানীয় মেঘদাই বাজারে তার নিজস্ব দোকান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন তার শ্বশুর বাড়িতে বেড়াতে যায় গত শুক্রবার। সোমবার রাত সাড়ে ৮টায় জমিতে পানি সেচের লাইন ঠিক আছে কিনা তা দেখতে গেলে সেখানেই বজ্রপাতের শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
জানা গেছে, ২০১৫ সালে তাদের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ২ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে মৃত্যুর খবরটি জানতে পেরেছি। পুলিশ সদস্যরা এখন ঘটনাস্থল পরিদর্শনে আছেন।