চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরকি গ্রামে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ৫ মে সকাল ১০ টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের আজমত উল্লাহ মেম্বার বাড়ির মৃতঃ আলী আহম্মদের পুত্র মোঃ আলমগীর হোসেন (৩৫) বাড়ির পাশে একটি গাছে আম পাড়ার জন্য উঠে। এসময় গাছের উপর দিয়ে টানানো বিদ্যুতের উচ্চ ভোল্টের একটি তারের স্পর্শে তড়িতাহত হয়ে সে গাছ হতে নিচে পড়ে যায়।
পরিবারের লোকজন তাকে গুরুত্বর আহতাবস্থায় শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহত মোঃ আলমগীর হোসেন পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। স্থানীয় বাজারে মোবাইল ব্যাংকিং ও রিচার্জ করতেন তিনি। তিনিই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। মৃত্যুকালে ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। যাদের বয়স যথাক্রমে বড় ছেলে ৮ বছর, মেয়ে ৬ বছর ও ছোট ছেলে ৮ মাস।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বুধবার রাত সাড়ে ৯টায় জানাজা শেষে নিহতের দাফন সম্পন্ন হবার কথা রয়েছে। তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।