আমার কণ্ঠ রিপোর্ট
হাজীগঞ্জের সদ্য যোগদানকৃত ইউএনও মোমেনা আকতার এর দায়িত্বশীল ভূমিকা । হাজীগঞ্জ বাজারে লকডাউনের প্রথম দিন সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালত অভিযান করেছে। অভিযানে স্বাস্থ্যবিধি না মেনে হোটেল খোলা রেখে ব্যবসা পরিচালনা করায় প্রিন্স হোটেলকে ৫ হাজার টাকা ও মাস্ক না পড়ায় জনৈক পথচারিকে ১’শ টাকা জরিমানা করা হয়।
এ সময় পূর্ব বাজার থেকে পশ্চিম বাজার পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দোকানগুলোকে সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখতে বলা হয়। পাশা-পাশি নিরাপদ দূরত্ব বজায় রেখে সকলকে বেচা-কেনার জন্য মাইকিং করে উদ্বুদ্ধ করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আকতার। এ সময় তার সাথে ছিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ সহ সঙ্গীয় ফোর্স এবং ইউএনও সিএ নাছির উদ্দিন।