জাতির জনক বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জ পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় পৌর মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপনের নেতৃত্বে হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়ে পৌরসভায় গিয়ে শেষ হয়। র্যালি শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পর্ঘ প্রদান করেন পৌর মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপন। এ সময় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ সৈয়দ আহমদ খসুর, পৌরসভার সচিব নুর আজম বীন আখতার, নির্বাহী প্রকৌশলী তারেকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির মিয়াজী, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মিঠু সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মুন্সি, আহসান উল্যাহ মৃধা, জাকির মিয়া, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক , ডা. বিল্লাল, পৌর আওয়ামী লীগের সদস্য বিল্লাল হোসেন পৌর যুবলীগের সাবেক সভাপতি সোহাগ আহমেদ মাইনু প্রমূখ।
এ ছাড়াও পৌরসভার সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ১, ২ ও ৩নং ওয়ার্ডে রোকেয়া বেগম, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে মমতাজ বেগম মুক্তা, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মিনু আক্তার মিনু, ১০, ১১ ও ১২নং ওয়ার্ডে নাজমুন নাহার আক্তার ঝুমু।
সাধারণ কাউন্সিলর ১নং ওয়ার্ডে মাইনুদ্দিন মিয়াজী, ২নং ওয়ার্ডে আলাউদ্দিন মুন্সী, ৩নং ওয়ার্ডে মোহসিন ফারুক বাদল, ৪নং ওয়ার্ডে মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, ৫নং ওয়ার্ডে সুমন তপদার, ৬নং ওয়ার্ডে মোহাম্মদ শাহআলম, ৭নং ওয়ার্ডে কাজী মনির, ৮নং ওয়ার্ডে হাজী মোঃ কবির হোসেন, ৯নং ওয়ার্ডে মোঃ আজাদ হোসেন, ১০নং ওয়ার্ডে মোঃ বিল্লাল হোসেন, ১১নং ওয়ার্ডে মোঃ সাদেকুজ্জামান, ১২নং ওয়ার্ডে মোঃ শাহআলম।
উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলিসহ ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জ পৌরসভার উদ্যোগে ১০দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে হাজীগঞ্জ পৌরসভা। কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ মার্চ বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন, বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা, সকল শ্রেণি পেশার মানুষের অংশ গ্রহণে “র্যালী ও আলোচনা সভা”, প্রতি ৩ ওয়ার্ড মিলিয়ে একটি মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠান, পৌর ভবন সহ গুরুত্বপূর্ণ স্থাপনা, ব্রীজসহ আলোকসজ্জার ব্যবস্থা গ্রহণ, পৌর এলাকার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শিশুদের অংশ গ্রহণে “বাংলাদেশ ও বঙ্গবন্ধু” বিষয়ক শিরোনামে চিত্রাংকন প্রতিযোগিতা, হাজীগঞ্জ পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রীতি ফুটবল টুর্ণামেন্ট’ ২১ মার্চ ১,২,৩ নং ওয়ার্ড বনাম ৭,৮,৯ নং ওয়ার্ড যমুনা বনাম ডাকাতিয়া দল, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রীতি ফুটবল টুর্ণামেন্ট’ ২২ মার্চ ৪,৫,৬ নং ওয়ার্ড বনাম ১০,১১,১২ নং ওয়ার্ড পদ্মা বনাম মেঘনা দল, ম্যাচ নং-০১ বিজয়ী দল বনাম ম্যাচ নং-০২ বিজয়ীদের মধ্যে ফাইনাল, ২৬ মার্চ হাজীগঞ্জ পৌরভন চত্ত্বরে চিত্রাংকন, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হবে।