শাহরাস্তিতে ইসলামী যুব আন্দোলন শাহরাস্তি উপজেলা শাখার উদ্যোগে যুব আন্দোলনের উপজেলা শাখার সম্মেলন সম্পন্ন হয়েছে।
সভাপতি হাফেজ নুর মোহাম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমানের সঞ্চালনায় উপজেলা কার্যালয় সূচীপাড়া বাজারে ১২ মার্চ শুক্রবার সকাল ১০টা অনুষ্ঠিত হয়। উ
ক্ত উপজেলা যুব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক এইচ এম নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাষ্টার সিদ্দিকুর রহমান পাটওয়ারী, হাফেজ আব্দুস সালাম মোঃ আক্তার হোসেন মিয়াজি প্রমুখ উক্ত উপজেলা যুব সম্মেলন এর প্রধান অতিথি এইচ এম নিজাম উদ্দিন বিগত সেসনের কমিটি বিলুপ্ত করে।
(২০২১-২০২২)সেসনের নতুন কমিটি ঘোষণা করেনসভাপতিঃ হাফেজ মাওঃ বেলাল হোছাইন,সহ-সভাপতিঃ মোঃ মহসিন, সাধারণ সম্পাদকঃ মোঃ ফজলুর রহমান পাঠওয়ারী, যুগ্ন সাধারণ সম্পাদকঃ মোঃ রাকিবুল ইসলাম,সাংগঠনিক সম্পাদকঃ মোঃ ইয়াছিন আরাফাত আরমান।
সর্বশেষ আখেরী মুনাজাত এর মাধ্যমে উক্ত উপজেলা যুব সম্মেলন শেষ হয়।