আমার কণ্ঠ রিপোর্ট
ভয়ংকর প্রতারক ও কো-অপারেটিভ দিয়ে কোটি কোটি টাকা আত্নসাতের মামলার এক বছর সাজাপ্রাপ্ত আসামী জামায়াতের অর্থদাতা আতাউল করিমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেফতার করার জন্য দীর্ঘ দিন পুশিল অভিযান চালালেও সে হঠাৎ উধাও হয়ে যায়।
জামায়াত নেতা আতাউল করিম। দীর্ঘদিন হাজীগঞ্জ উপজেলা থেকে গা-ঢাকা ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি একটি মামলায় তার সশ্রম কারাদণ্ডের আদেশ জারি করেছে আদালত। তার বিরুদ্ধে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ২২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
আতাউল করিম মিয়াজি হাজিগঞ্জ উপজেলার ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়নের মিয়াজী বাড়ীর শামছুল হকের ছেলে।
জানা গেছে ২০১৭ সালের ২২ নভেম্বর আনোয়ার হোসেন ভূঁইয়া নামের পাওনাদার আদালতের শরণাপন্ন হোন। তারপর বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও ২২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
খবর নিয়ে জানা গেছে, এই আতাউল করিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে রাষ্ট্রীয় কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে।
তার আটকের বিষয়ে হাজিগঞ্জ থানা পুলিশ জানান, তাকে শাহরাস্তি উপজেলা থেকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে হাজীগঞ্জ থানায় নিয়ে আসা হয়। সোমবার তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হবে।
সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্নসাত করে হাজীগঞ্জ বাজারের চিটাগাং ম্যানশনের ভবন ও জায়গা জাল জালিয়তির মাধ্যমে কয় করে। এ ভবন ক্রয় করতে গিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দিয়েছে। এছাড়া এ ভবনটি ঝুঁকিপূর্ণ। যে কোন সময় ভবন ধসে পড়ে মানুষের জীবনের ক্ষতি হতে পারে। এ নিয়ে স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। আতাউল করিম কে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে ভোক্তভূগিরা খুশি হয়।