শাহরাস্তি পৌর নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থনে কেন্দ্রীয় আওয়ামী লীগের পথসভা করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি রোববার অনুষ্ঠিতব্য শাহরাস্তি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হাজী আবদুল লতিফের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়র প্রার্থী হাজী লতিফের বাড়িতে পৌরসভার নিবার্চন উপলক্ষে, নির্বাচনী পথ সভা প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, দপ্তর সম্পাদক শাহ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাচ্চু মিয়াসহ জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
পথসভা শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত মেয়র প্রার্থী হাজী আব্দুল লতিফ।
এ সময় আরো উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দিন, পৌর আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক রেজাউল করিম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন সরকার, উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, সিনিয়র যুগ্ন আহবায়ক ওমর ফারুক দর্জি, উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা বলেন,আগামি ২৮ ফেব্রুয়ারি পৌর নির্বাচনে নৌকা প্রতীককে বিজয় করে, প্রমাণ করে করবো শাহরাস্তির মাটি মেজর অবঃ রফিক বীর উত্তমের ঘাটি।