চতুর্থ ধাপে অনুষ্ঠিত ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশিত হয়েছে। নির্বাচিত মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররা প্রকাশিত এ গেজেট হাতে পেয়েছেন।
১জন মেয়র, ৯ জন সাধারণ কাউন্সিলর ও ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিলিয়ে মোট ১৩ পদে বিজয়ীদের এ গেজেট প্রকাশ করা হয়।
২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত এবং ১৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখে প্রাপ্ত স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা মোতাবেক উপজেলার ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচিত প্রার্থীদের নাম ঠিকানা সম্বলিত গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
এমতাবস্থায় মাননীয় আদালতের কোন স্থগিতাদেশ অথবা আইনগত কোন জটিলতা না থাকলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন। অবশ্যই গেজেট প্রকাশিত হওয়ার ২০ কর্ম দিবসের মধ্যে নির্বাচিতদের শপথ গ্রহণের বিধান রয়েছে।
মেয়র পদে প্রথম বারের মতো উপজেলা আ’লীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী (নৌকা) মার্কা নিয়ে নির্বাচিত হন।
সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে আমিনুল হক, ২ নং ওয়ার্ডে আবুল হাসেম, ৩নং ওয়ার্ডে জায়েদ হোসেন, ৪ নং ওয়ার্ডে আবদুল মান্নান পরান, ৫ নং ওয়ার্ডে জাহিদ হোসেন, ৬ নং ওয়ার্ডে মাজহারুল আলম, ৭ নং ওয়ার্ডে মোহাম্মদ হোসেন, ৮ নং ওয়ার্ড জাকির হোসেন গাজী ও ৯ নং ওয়ার্ড মোঃ সাজ্জাদ হোসেন টিটু।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১নং-(১,২,৩)-সংরক্ষিত ওয়ার্ডে কুসুম বেগম, ২নং-(৪,৫,৬)-ওয়ার্ডে খতেজা বেগম এবং ৩নং-(৭,৮,৯)-ওয়ার্ডে সেলিনা আক্তার যুথী বিজয়ী হন।
উল্লেখ্য: গেজেট প্রকাশের ২০ দিনের মধ্যে যে কোনো দিন নব-নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে।