ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা: জে আর ওয়াদুদ টিপুসহ চাঁদপুরের আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
২৭ জানুয়ারি বুধবার সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে উক্ত মতবিনিময় সভায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা: জে আর ওয়াদুদ টিপু বলেন, জাতীয় সকল অর্জনের পিছনে অন্য সকলের মতো সাংবাদিকদেরও ভুমিকা রয়েছে। আমরা সকলেই জানি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান নিজেও একজন সাংবাদিক ছিলেন। তাই সাংবাদিকদের সাথে আমাদের সর্ম্পক সবসময়ই মধুর। চাঁদপুরে সাংবাদিকদের সাথে আমাদের যেরকম সুসম্পর্ক রয়েছে, তেমনি ফরিদগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে গভীর সম্পর্ক রয়েছে। তাই তাদের বিভিন্ন সমস্যা আমাদের সমস্যা। আমরা চেষ্টা করবো, তাদেরকে নিজেদের জন্য একটি আশ্রয়স্থল নিশ্চিত করা।
তিনি আরও বলেন, আজ আমরা মতবিনিময় সভার আগে পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আপানাদের সকলের পছন্দের ব্যক্তি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সমর্থনে এখানে এসেছি । একজন মুক্তিযোদ্ধার হাতে নৌকা তুলে দিয়ে প্রধানমন্ত্রী যেই সম্মান দেখিয়েছেন,আশা করছি আপনারাসহ সকলে মিলে তার সম্মান অক্ষুন্ন রাখবেন।
প্রেসক্লাব সভাপতি মো: কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস ছোবহার লিটনের পরিচালনায় এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউছুফ গাজী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান এবং সাংবাদিকদের পক্ষে সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজিম দেওয়ান, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ভ‚ঁইয়া, তাফাজ্জ্বল হোসেন এসডু পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক, জেলা জজকোর্টের পিপি অ্যাড. রনজিৎ রায় চৌধুরী, জেলা স্কাউটস কমিশনার অজয় ভৌমিক, চাঁদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আ: মোতালেব, চাঁদপুর জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, ফরিদগঞ্জ উপজেলা মহিলা আ’লীগের সভাপতি অ্যাড. নাজমুর নাহার অনি, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিজানুর রহমান স্বপন, যুব মহিলালীগের সভাপতি সুলতানা রাজিয়া দিপু, ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগসহ উপজেলা ও পৌর আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এর আগে প্রেসক্লাব নেতৃবৃন্দ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।