বাংলাদেশকে কোভিড-১৯ এর ভ্যাকসিন উপহার দেয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবছর পূর্তির অনুষ্ঠানমালা উদ্বোধনের সময় তিনি এ ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন: ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং বাঙালির প্রত্যেকটি আন্দোলনের সূতিকাগার। ঢাকা বিশ্ববিদ্যালয় এদেশের গৌরবের স্তম্ভ।
তিনি বলেন: ১৯৭৫ পরবর্তী সময় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্ত্রের আখড়াতে পরিণত করা হয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে অস্ত্রের আওয়াজ বন্ধ করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ফলে ২০০৮ সালে নির্বাচন হয়েছিল বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ভ্যাকসিন বহনকারী এয়ার ইন্ডিয়া চার্টারের একটি উড়োজাহাজ (ফ্লাইট: ১২৩২-২১)।
স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র জানায়, ভারতীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে ভ্যাকসিন নিয়ে ওই উড়োজাহাজটি ঢাকা উদ্দেশে ছেড়ে আসে। তাতে ১৬৭টি বাক্সে করে ২০ লাখ ডোজ ভ্যাকসিন আনা হয়।
ভ্যাকসিন আসার পর সেখানে স্বাস্থ্য অধিদপ্তর, কেন্দ্রীয় ঔষধাগার এবং ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত হন।