প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া নতুন দুটি প্রণোদনার মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠী অত্যন্ত উপকৃত হবে। পাশাপাশি অর্থনীতিতে আরও গতি সঞ্চার হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
রোববার এক লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেছেন।
এতে অর্থমন্ত্রী বলেন, করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে গতি সঞ্চার, গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং অতিদরিদ্র বয়স্ক ও বিধবাদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন দুটি প্রণোদনা কর্মসূচি অনুমোদন দিয়েছেন। কর্মসূচি দুটির মোট বরাদ্দ ২ হাজার ৭০০ কোটি টাকা। যার বাস্তবায়ন অবিলম্বে শুরু হবে।
মন্ত্রী বলেন, নতুন অনুমোদিত দুটিসহ মোট প্রণোদনা প্যাকেজের সংখ্যা ২৩টি। যার মোট আর্থিক পরিমাণ এক লাখ ২৪ হাজার ৫৩ কোটি টাকা, যা জিডিপির ৪ দশমিক ৪৪ শতাংশ। আমার বিশ্বাস প্রধানমন্ত্রী যে উদ্দেশ্যে এ দুটি নতুন প্রণোদনা ঘোষণা করেছেন, তা অবশ্যই কার্যকর হবে।