চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
১০ জানুয়ারি রোববার বেলা ১১টার দিকে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাসির উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলালের নেতৃত্বে দলের নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এই ফুলেল শুভেচ্ছা জানান। এসময় নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ ওয়াদুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আবদুর রব ভূঁইয়া, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহির হোসেন পাটওয়ারী, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, প্রচার সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিক উল্লাহ কোম্পানি, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, মতলব উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ কুদ্দুস, শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেচ চেয়ারম্যান আবু সাহেদ সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।