আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সারা বিশ্ব জুড়েই একটা আগ্রহ লক্ষ্য করা যায়। ভোট গ্রহণ শেষে এখন নির্বাচনের ফলাফল গণনা করা হচ্ছে।
এবারের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে। এখন পর্যন্ত ফলাফলের দৌড়ে এগিয়ে আছেন বাইডেন। তবে কে হবেন আগামী দিনের মার্কিন প্রেসিডেন্ট তা কিছুই বলা যাচ্ছে না।
এদিকে সাবেক পর্ণ তারকা ও বলিউড অভিনেত্রী সানি লিওনের মাঝেই আমেরিকার নির্বাচন নিয়ে ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে ছবি শেয়ার করেছেন সানি লিওন। ছবি থেকেই স্পষ্ট, সানি ও তার স্বামী তাদের মতাধিকার প্রয়োগ করেছেন। ছবিতে লেখা-ভোটের দিন। আমি ভোট দিয়েছি। আপনি?
ছবি শেয়ার করে ক্যাপশনে সানি লিখেছেন, ‘এই সাসপেন্স তো আমাকে মেরে ফেলছে’। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সানির এই উৎসাহ খুবই স্বাভাবিক। এখন তিনি তার দেশেই রয়েছেন।
এদিকে সানির ভক্তদের অনেকেই জানতে চেয়েছেন কাকে ভোট দিলেন অভিনেত্রী। তবে সানি লিওন কাকে ভোট দিয়েছেন তা খোলাসা করেননি।