কচুয়ায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী( স:) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর শুক্রবার সকালে উপজেলা জশনে জুলুছ উদযাপন কমিটির আয়োজনে ডাকবাংলো ঈদগাহ মসজিদ প্রাঙ্গন থেকে জশনে জুলুছ বের হয়ে কচুয়া পৌর বাজার,বিশ্বরোড প্রদক্ষিন শেষে মনোহরপুর মোড়ে শেষ হয়। এ সময় ডুমুরিয়া খানেকা,এনায়েতপুর দরবার শরীফ,নলুয়া থেকে জছনে জুলুছে অসংখ্য ভক্ত মুরিদান যোগদান করে। সকালে ডাকবাংলো ঈদগাহ মসজিদ প্রাঙ্গনে উদযাপন কমিটির সভাপতি মাওলানা আলমগীর শাহ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনায়েতপুর দরবারশরীফের পীরসাহেব মাওলানা আলহাজ্ব গোলাম গাউছ আল ক্বাদেরী।এ সময় বক্তাগন ফ্রান্সে মহানবী (স:) সম্পর্কে ব্যাঙ্গাত্বক প্রদান করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
উদযাপন কমিটির সহ-অর্থবিষয়ক সম্পাদক শাহজালাল প্রধানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা মোশারফ হোসেন হেলালী, আহলে সুন্নাত ওয়াল জামায়েত কচুয়া শাখার সভাপতি আলহাজ্ব মৌলভী মাওলানা আব্দুল হক শাহজী প্রমূখ।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কচুয়া শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা নুরুল আলম মজুমদার, উদযাপন কমিটির সাধারন সম্পাদক মাওলানা আবুল হাশেম মিয়াজী, অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা ইমাম হোসেন, আহলে সুন্নাত ওয়াল জামায়েত কচুয়া শাখার সহ-সভাপতি আব্দুস ছাত্তার, সাধারন সম্পাদক মাওলানা বেলায়েত হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল হক মাষ্টার, ডুমুরিয়া খানেকার পীরজাদা মোস্তাক আহমেদ শাহীন, মাওলানা ফখরুদ্দিনসহ আহলে সুন্নাত ওয়াল জামায়েত কচুয়া শাখার নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনাসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ । জছনে জুলুছ শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা আলমগীর শাহ আলক্বাদেরী।