চাঁদপুর জেলা আওয়ামীলীগের কমিটিতে হাজীগঞ্জ-শাহরস্তির নেতাদের জয়জয়কার
মোঃ কামাল হোসেন॥
চাঁদপুর জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটিতে রেকট সংখ্যক হাজীগঞ্জ-শাহরস্তির নেতারা স্থান পেয়েছে। জেলার ইতিহাসে এই প্রথম এতো নেতা জেলা কমিটিতে স্থান পাওয়ায় নেতাদের মধ্যে আনন্দের বন্যা বইছে। অনেক প্রবীন নেতার সাথে কথা হলে তারা বলেন আমরা এক সময় জেলা কমিটিতে স্থান পাওয়ার জন্য অনেক চেষ্ঠা করেও পদ পাই নি। কিন্তু এখনতো অনেক নেতা স্থান পেয়েছে। এটা শুভ লন তবে আরো কম নিলে ভবিষতে জেলা নেতা হওয়ার প্রতিযোতিা বাড়তো।
চাঁদপুর জেলা কমিটিতে স্থান পাওয়ারা হচ্ছেন উপদেষ্টা পদে হাজীগঞ্জ শাহরাস্তির সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম,হাজীগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম তাফাজ্জল হায়দার নসু চৌধুরীর স্ত্রী স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযুদ্ধা ডাঃ বদরুন নাহার চৌধুরী, হামস্ ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচচালক ইঞ্জিনিয়ার শফিকুর রহমান,পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন,নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক ডঃ এস এম মোস্তফা কামাল,সিরাজ উদ্দিমন আহমেদ ও বীর মুক্তিযোদ্ধঅ আবুল কামলাম আজাদ।
সম্মানিত সদস্য পদে অধ্যাপক এ কে এম ফজলুল হক, হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আঃ রশিদ মজুমদার, পৌর আওয়ামীলীগ সভাপতি ও পৌরভার মেয়র আসম মাহবুব উল আলম লিপন,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব হারুনুর রশিদ মুন্সী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গাজী মোঃ মাঈনুদ্দিন, সাবেক এমপি বঙ্গবন্ধুর ঘনিষ্টজন আবদুর রব মিয়ার পুত্র খালেদুর রব মিঠু,রাজারগাঁও ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন মজুমদার। শাহরাস্তর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফরিদউল্লাহ চৌধুরী, পৌরভার মেয়র আলহাজ্ব আবদুল লতিফ, জেলা পরিষদের সদস্য হুমায়ূন কবির মজুমদার প্রমুখ।
দীর্ঘ ২০ মাসের অপোর অবসান ঘটিয়ে অবশেষে ৩ বছর মেয়াদী (২০১৬-১৯) চাঁদপুর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১০ আগস্ট ৭৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিলেও রোববার (২৬ নভেম্বর) তা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় ২১ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও রয়েছে। প্রধানমন্ত্রী স্বারিত এ তালিকায় পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদকে সভাপতি, মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলালকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ নিয়ে হাজীগঞ্জ-শাহরাস্তির নেতাদের মধ্যে জয়জয়কার।