মোঃ জামাল হোসেন, শাহরাস্তি উপজেলার টামটা দণি ইউনিয়ন ধোপল্লা গ্রামে অভিযান চালিয়ে ৪শ’ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রীসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। গতকাল বিকেলে এ অভিযান চালানো হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলো : শাহরাস্তি উপজেলার ধোপল্লা গ্রামের হাবিবুর রহমানের পুত্র মোঃ মনু মিয়া (৩৫), মনু মিয়ার স্ত্রী সালমা বেগম (২৫) ও কুমিল্লা জেলার কোতয়ালী উপজেলার মৃত আলমগীরের স্ত্রী ফুল মতি (২৪)।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ধোপল্লা শেখ বাড়িতে তল্লাশি চালিয়ে উক্ত মাদক ব্যবসায়ীদের আটক করে। তাদের কোমড়ে পেঁচানো অবস্থায় গাঁজাগুলো পায়।