শাখাওয়াত হোসেন হৃদয়
শাহ্রাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউপির টামটা গ্রামে ও টামটা উত্তর ইউপির ওয়ারুক বাজার সংলগ্নে দিন দিন বৃদ্ধি পাচ্ছে বখাটেদের উৎপাত। জানা যায়, প্রতিদিন স্কুল কলেজ চলাকালীন সময় টামটা গ্রামের টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়কে ঘিরে আমিনের মেইলের দোকান থেকে টামটা উত্তর পাড়া পর্যন্ত এবং অপর দিকে ওয়ারুক বাজারকে ঘিরে ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার আসার সময় এমনকি কলেজ পড়–য়া মেয়েদেরকে প্রতিদিনই উত্যাক্ত করে এক শ্রেণির বখাটে যুবক। যার বেশির ভাগই মাদকাসক্ত ও নেশার সাথে জড়িত বলে জোর গুঞ্জন রয়েছে।
প্রত্যক্ষদশী সূত্রে জানা যায়, বখাটে এসব যুবকরা প্রতিদিনই সকাল ১০টায় আবার বিকাল ৪টার সময় স্কুল কলেজগামী শিক্ষার্থীদের চরমভাবে চলার পথে বিঘœতা সৃষ্টি করে। জানা যায়, ইউনিয়ন ছাত্রলীগের কিছু প্রভাবশালী নেতা বিভিন্ন মামলার বোঝা নিয়ে পালিয়ে থাকার সুযোগে এক শ্রেণির ছাত্রলীগ নামধারী কিছু উশৃঙ্খল যুবকের আনাগোনা বৃদ্ধি পায়। এ ছাড়াও ওয়ারুক পূর্ব বাজার পুল সম্মুখ স্থান, রেলক্রসিং, চায়ের দোকান, পশ্চিম বাজার পুল সংলগ্ন স্থানে প্রতিনিয়ত এরা ভীড় জমিয়ে মাদক নেশায় মেতে উঠে বলে অভিযোগ করেছেন নাম না প্রকাশে একাধিক অভিভাবক ।