কচুয়া প্রতিনিধি ॥
কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে একটি অসহায় পরিবারকে হয়রানী করার অভিযোগ পাওযা গেছে। উপজেলার দক্ষিন সেঙ্গুয়া গ্রামের আলী মিয়া সিকদারের পুত্র আব্দুল করিম সিকদারের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। বর্তমানে ভোক্তভোগী নীরিহ ওই পরিবারটি আব্দুল করিম ওরফে কলিম উল্লার হামলা মামলার ভয় থেকে পরিত্রান পেতে বাড়িঘর ছেড়ে খেয়ে না খেয়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের দক্ষিন সেঙ্গুয়া গ্রামের ৩০নং সেঙ্গুয়া মৌজার ২৮৬৯ দাগে ২০০০সালে ২শতাংশ সম্পত্তি একই গ্রামের আলী হোসেনের কাছ থেকে রিক্সা চালক শহীদ মিয়া ক্রয় করে দোকান নির্মান করে শান্তিপূর্ণভাবে ভোগদখল ও ভাড়া প্রদান করে আসছে।
ওই সম্পত্তির পার্শ্ববর্তী মালিক আব্দুল করিম সিকদার কারণে অকারণে নিরীহ রিক্সা চালক শহীদ উল্যাহ মিয়ার সম্পত্তি দখলের অপচেষ্টা করে তার ছেলে-মেয়েদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। মামলার ফলে নিরীহ রিক্সা চালক শহীদ মিয়ার ছেলে মেধাবী ছাত্র সবুজ মিয়া তার ভবিষ্যত জীবন থেকে বেশকিছু সময় হারিয়ে ফেলে। এছাড়া মামলার যাবতীয় খরচ যোগাতে গিয়ে শহীদ মিয়ার শেষ সম্বল গরু, সাইকেল বিক্রি করে। এ নিয়ে তার মেয়েদের স্বামীর সংসারে অশান্তি সৃষ্টি হচ্ছে বলেও ভোক্তভোগী পরিবারটি দাবী করে। আব্দুল করিম সিকদার এতেও ক্ষান্ত নয়, শহীদ মিয়ার দখলীয় দোকান ঘরে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করারও অপচেষ্টা ও বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে। ভোক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানায়, দক্ষিন সেঙ্গুয়া মোড় সংলগ্ন শহীদ মিয়ার ক্রয়কৃত ২শতাংশ সম্পত্তিকে কেন্দ্র করে আব্দুল করিম প্রভাব খাটিয়ে পর পর ক’টি মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করে।
এদিকে নিরীহ রিক্সা চালক শহীদ মিয়া ও তার পরিবার আব্দুল করিমের অত্যাচার ও মামলা থেকে রেহাই পেতে স্থানীয় গন্যমান্য, জন প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সু-দৃষ্টি কামনা করেছেন। এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল করিম সিকদারের বক্তব্য জানতে, তার ব্যবহৃত মোবাইলে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।