জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে গত ১৪ জানুয়ারী সকালে একটি বর্ণাঢ্য র্যালী করা হয়। সকাল ১০ টায় র্যালীটি শাহরাস্তি উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হয়ে মেহের কালীবাড়ীতে গিয়ে শেষ হয়। র্যালীতে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ জেসমিন আকতার বানু, উপজেলা শিক্ষা অফিসার রাহেলা বেগম, শাহরাস্তি প্রেস ক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।