হাজীগঞ্জ প্রতিনিধি
হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। ১৭ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা চত্ত্বরে মৃত্যুঞ্জয়ী চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে টেলিকনফারেন্সে বক্তব্য রেখে ৭ দিনব্যাপী কর্মসূচির মেলার উদ্বোধন করেন,চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
এরপর প্রধান অতিথির পক্ষে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কেক কাটা শেষে আলোচনা সভার শুরুতেই মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানান হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. মো. জাকির হোসাইনের উপস্থাপনায় আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, অনুষ্ঠানের আহবায়ক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার আলী।
বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন, উপজোলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু প্রমুখ।